স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ শাহজালাল হলে গোলাগুলির ঘটনায় ছাত্রলীগ সমর্থিত সিএফসির দুই নেতাকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দিন আলম এবং লোক প্রশাসন বিভাগের সিএফসি নেতা সিয়াম।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল বলেন, শাহজালাল হলে গোলাগুলির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের মধ্যে আলাউদ্দিন আলমকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে এবং সিয়ামকে শাহ আমানত হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।
সিয়াম গত রোববার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির সময় শিক্ষকদের ধাওয়া দেওয়ার ঘটনায় নের্তৃত্ব দেয় বলে জানান ওসি।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হলে ছাত্রলীগ সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চ্যুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) ও ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ভিএক্সে’র ৩ কর্মী গুলিবিদ্ধ হয়।
ঘটনার পর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সুমন মামুন, সহসভাপতি অমিত কুমার বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব হোসাইনসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে ছাত্রলীগ কর্মী ফরহাদ হোসেন। এ মামলার অন্যতম আসামী এসএম আলাউদ্দিন আলম।