সময় সংবাদ বিডি,চট্টগ্রাম:
চট্রগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিরাজউদ্দৌল্লাহ রোডের রুমঘাটা এলাকার একটি চারতলা বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআপি সরঞ্জাম সহ ইমরান হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন(র্যাব)।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এই অভিযান পরিচালনা কওে র্যাব-৭ সদর দপ্তরের একটি দল।
উদ্ধার হওয়া ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে-৬টি ভিওআইপি মেশিন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি কম্পিউটারের মনিটর, ১৪টি মোবাইল সেট ও ২৪৬৯টি বিভিন্ন অপারেটরের মোবাইল সিম কার্ড।
র্যাব-৭ সদর দপ্তরের সহকারি পরিচালক এএসপি শাহেদা আক্তার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রুমঘাটার একটি ছয় তলা ভবনের চার তলার ফ্লাটে অভিযান চালানো হয়। সেখান থেকে উল্লেখিত ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ফ্লাটের মালিক ইমরান হোসেনকে নগরীর টেরিবাজারের একটি কাপড়ের দোকান থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে কলেজ ছাত্র এবং কাপড়ের দোকানের মালিক হিসেবে পরিচয় দিচ্ছে। পাশাপাশি অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে।’