স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চট্টগ্রাম বন্দর থানার গুশাইলডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত গ্যারেজ থেকে ১৭টি পেট্রোল বোমা ও ১৬টি ককটেল, ২ কেজি গান পাউডার, এক কেজি কাঁচের গুড়া, ৪ কেজি স্প্লিন্টার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বন্দরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রণজিৎ রায় জানান, কিছুদিন আগে বন্দর এলাকায় ককটেল ছোঁড়ার সময় এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানায়, ইমরান নামে এক যুবক তাকে টাকা দিয়েছে ককটেল ছোঁড়ার জন্য।
এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার কুমিল্লা থেকে ইমরানকে(১৮) আটক করে চট্টগ্রাম আনা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গুশাইলডাঙ্গা এলাকা থেকে ১৭টি পেট্রোল বোমা ও ১৬টি ককটেল, দুই কেজি গান পাউডার, এক কেজি কাঁচের গুড়া, ৪ কেজি স্প্লিন্টার উদ্ধার করা হয়।
ইমরান বন্দর থানার হাজী আব্দুল কাশেমের বাড়ি এলাকার ইদ্রিসের ছেলে।