বাড়িচট্টগ্রামচট্টগ্রামে সিটি সার্ভিসের বাসে আগুন

চট্টগ্রামে সিটি সার্ভিসের বাসে আগুন

CTG-NEW-_thereport24.com

সময় সংবাদ বিডি,

চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে সিটি সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে ৮টার দিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ১০ নম্বর রোডে চলাচলকারী এই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যোতি চাকমা জানিয়েছেন, ৩০/৩৫জন অবরোধ সমর্থক ঝটিকা মিছিল করে বহদ্দার হাট মোড়ে একটি সিটি সার্ভিস বাসে আগুন দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়, জানান তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম বহদ্দার হাট মোড়ে অবরোধ সমর্থকরা ঝটিকা মিছিল শুরু করলে সেখানে আতংক দেখা দেয়। এসময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘রাতে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিলে বাসটি পুড়ে যায়। একই সময়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img