বাড়িচট্টগ্রামচট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ ঘর ভষ্মীভূত

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ ঘর ভষ্মীভূত

chittagong_0_11905

সময় সংবাদ বিডি,চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও দমকল বাহিনীর লোকজন দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার সময় রনো মুন্সির বাড়ির মোহাম্মদ রফিকের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুর্হুতেই চরদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img