স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চট্টগ্রাম নগরীর হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ৩ জনকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি আটক হওয়া তিনজন জঙ্গি।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি সাহেদা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
এদিকে ‘জঙ্গি’ আটকের পর র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ঘটনাস্থল পরিদরশনে আসছেন বলে তিনি জানিয়েছেন।