স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চট্টগ্রামে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপি কর্মী ৩ জন, শিবির কর্মী ১ জন ও জামায়াতের ৫ জন কর্মী রয়েছে।
রোববার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাসান জানান, চলমান হরতালে সব ধরনের নাশকতা এড়াতে রোববার রাতভর সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। সেই সাথে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।