বাড়িচট্টগ্রামচট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা: নিহত দুই

চট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা: নিহত দুই

news_img (1)

সময় সংবাদ বিডি,চট্টগ্রাম:

চট্টগ্রামের পাহাড়তলীর এ কে খান ইস্পাহানি গেইটের লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন বেশ কয়েকজন।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনায় হতাহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে  এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চালের উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আক্তার জানান, পাহাড়তলীর এ কে খান ইস্পাহানি গেইটের লেভেলক্রসিংয়ে ৭ নম্বর রুটের একটি মিনি বাস রেল লাইনের ওপর ওঠে যায়। এ সময় চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img