স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে চট্টগ্রামে একটি বাসে ও মিনিবাসে আগুন ও ভাংচুর দিয়েছে হরতাল সমর্থকরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার পরিদর্শক জানান, মৌলভী পুকুর পাড় এলাকায় শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে পার্ক করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালুরঘাট স্টেশনের কর্মকর্তা জসীম উদ্দিন প্রধান বলেন, বাসে আগুনের খবর পেয়ে কালুরঘাট ইউনিটের দুইটি গাড়ি আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় একটি মিনিবাস ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।