স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারংগিয়া এলাকা থেকে তিনটি পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নুরুল আমীন (৩০), ওসমান (৩১) এবং শহিদুল ইসলাম শাহিনকে (৩০) ।
বুধবার সকালে বারদোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, নাশকতা চালানোর উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা নিয়ে অপেক্ষা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসসময় ধাওয়া দিয়ে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।