বাড়িঅপরাধ ও দুর্নীতিচট্টগ্রামে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আটক ১৬

চট্টগ্রামে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আটক ১৬

আটক

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এদিকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় আভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির  ৮, জামায়াত ৩ ও শিবিরের ৫ জন কর্মী রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাসান সময় সংবাদ বিডিকে জানান, সোমবার রাতে হাটহাজারী, সীতাকুণ্ড, বোয়ালখালী, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img