বাড়িচট্টগ্রামচট্টগ্রামে নাশকতার অভিযোগে আটক ১৩

চট্টগ্রামে নাশকতার অভিযোগে আটক ১৩

atok

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে  বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত দের মধ্যে ৪ জন বিএনপি কর্মী, শিবির কর্মী ৪ জন ও জামায়াতের ৫ জন কর্মী রয়েছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতভর মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img