সময় সংবাদ বিডি,চট্টগ্রাম :
চট্টগ্রামে নগরীর রেলওয়ে স্টেশন এলাকা এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দেড় কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ৮টা থেকে সাড়ে ৯ টার মধ্যে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টেশন রোড এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ ২০টি স্বর্ণের বারসহ এক ব্যাক্তিকে আটক করেছে।
এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ মাইনুদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টেশন রোড এলাকায় গোয়েন্দা পুলিশের নিয়মিত চেক পোস্টে একটি সিএনজি অটোরিক্সা আটক করে তল্লাশি করা হয়
এ সময় সিএনজি অটোরিক্সার যাত্রী আবদুল মান্নানের দেহ তল্লাশি করে তার বেল্টের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আবদুল মান্নান আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এদিকে রাত ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী আরিফ মঈনুদ্দিনকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজ স্বর্ণের বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, দুবাই থেকে আসা মঈনুদ্দিন নামের ওই যাত্রীর বহনকৃত একটি চার্জ লাইটের ভিতর থেকে স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়েছে।