বাড়িব্রেকিং নিউজচট্টগ্রামে অটোরিকশায় আগুন, দগ্ধ ৫

চট্টগ্রামে অটোরিকশায় আগুন, দগ্ধ ৫

চট্টগ্রাম
সময় সংবাদ বিডি, চট্টগ্রাম:-
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায়  সিএনজি চালিত একটি অটোরিকশায় পেট্রোলবোমা ছুড়ে  আগুনে দিয়েছে  দুর্বৃত্তরা । এ ঘটনায় চালকসহ দগ্ধ হয়েছেন পাঁচজন ।
বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোরিকশার চালক আমজাদ (২৬), ইদ্রিস (২০), সাজ্জাদ (২৪), রহিম (২৩) ও কালাম (২২)। এদের মধ্যে ইদ্রিস ও সাজ্জাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের সবার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন জানান, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য চালক পটিয়ার একটি ফিলিং স্টেশনে আসেন। পরে চারজন যাত্রী নিয়ে পেকুয়ায় ফেরার পথে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে অটোরিকশায় আগুন ধরে যায়। এতে চালকসহ অটোরিকশায় থাকা পাঁচজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।
ওসি জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img