বাড়িপ্রধান খবরচট্টগ্রামের ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক

চট্টগ্রামের ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক

ssc27

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ বুড়িশ্চর সম্মেলনি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকের পর সাব্বিরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া তাকে আটক করেন।

ভুয়া পরীক্ষার্থীর নাম মো. সাব্বির হোসেন। সে এএল খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. দিদারুল ইসলামের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিল।

পরীক্ষা কেন্দ্রের সচিব বাবুল কুমার বলেন, ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় দিদারুল ইসলাম গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সে এবার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু সাব্বির নামে এক ভুয়া পরীক্ষার্থী তার (দিদারুল) পরিবর্তে  পরীক্ষা দিতে আসে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে  ১৯৮০ সালের পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img