বাড়িঅপরাধ ও দুর্নীতিঘুষ না দেয়ায় সাংবাদিক লাঞ্চিত

ঘুষ না দেয়ায় সাংবাদিক লাঞ্চিত

ghus

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ  কুমিল্লার নাঙ্গলকোটে দারোগারকে ঘুষ না দেয়ায় দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক মো. শাখাওয়াত হোসেনকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত নিকটাত্মীয়কে খাবার পানি দিতে নাঙ্গলকোট থানায় যান দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন। এসময় দারোগা আশ্রাফুল ইসলাম (আশ্রাফ) হেফাজত খানায় দায়িত্বরত কনস্টেবলের (নামব্যাজ বিহীন) চা-নাস্তার খরচ বাবত ঘুষ দাবি করে।

এ সময় ঘুষ দিতে অসম্মতি জানালে দারোগা আশ্রাফ ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ দিয়ে বলে, তুমি আমাকে চিন ? থাপ্পড় দিয়ে থানা থেকে বের করে দেব। এ কথার প্রতিবাদ করলে ওই দারোগা আরও ক্ষিপ্ত হয়ে বলে, বেশি কথা বলবে না। বেশি কথা বললে তোমাকেও হাজতে ঢুকাব।

এ বিষয়ে আনিত অভিযোগ অস্বীকার করে দারোগা আশ্রাফুল ইসলাম (আশ্রাফ) জানান, ওই সাংবাদিক (শাখাওয়াত হোসেন) আসামিকে খাবার পানি দিতে এসেছিল। দায়িত্বরত কনস্টেবল আমাকে বললে আমি তাকে বড় স্যারের (ওসি) অনুমতি নিতে বলি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম জানান, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img