বাড়িঅপরাধ ও দুর্নীতিগোমতি নদীর মাটি লুটে নিচ্ছে প্রভাবশালীরা

গোমতি নদীর মাটি লুটে নিচ্ছে প্রভাবশালীরা

download
রুবেল হোসেন, সময় সংবাদ বিডি-
 
কুমিল্লাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের মাটি জোরপূর্বক লুটে নিচ্ছে প্রভাবশালীরা। রাজনৈতিক চাপের মুখে অসহায় পানি উন্নন বোর্ড।
উপজেলার শতাধিক স্পট থেকে এ মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। এ ছাড়াও এক শ্রেণির ট্রাক্টর মালিকরা সিন্ডিকেট করে মাটি লুটের কাজগুলো করলেও ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রশাসন।
অভিযোগ আছে পানি উন্নন বোর্ডের কর্মকর্তারা মাটি কাটা ও বালু উত্তোলনে বাধা দিলে তাদেরকে লাঞ্চিত অপমানিতসহ মারধর খেতে হয়।
স্থানীয়দের অভিযোগ উপজেলার প্রশাসনের কর্মকর্তাদেরকে ম্যানেজ করেই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। চরম ভোগান্তি আর অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষাসহ গোমতী নদীর সৌন্দর্য রক্ষায় সরকারের সংশ্লিষ্ট মহল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই দাবি এলাকাবাসীর।
সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা অচিরেই অভিযানে নামবো।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা শাখার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, মাটি ব্যবসায়ী সিন্ডিকেট এতই শক্তিশালী তাদেরকে কিছুতেই দমন করা যাচ্ছে না। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি কিভাবে ওই প্রভাবশালী আইনের আওতায় আনা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img