
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৭৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ৪৪.৩ ওভারে ২৮৯ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে, ৭৩ রানের জয় পেল ক্যারিবীয়রা।
এদিকে গেইল-স্যামুয়েলস ব্যাটিং ঝড়ে শুরু থেকেই দিশেহারা জিম্বাবুয়ে। সেই সাথে গেইলের ডাবল সেঞ্চুরি ও স্যামুয়েলস সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩৭৩ রানের বিশাল টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে দিনের একমাত্র খেলায় টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে স্মিথকে হারায় উইন্ডিজ। পানিয়াঙ্গারার ‘রহস্যময়’ ডেলিভারিতে বোল্ড হন তিনি। এরপর গেইল-স্যামুয়েলস দলের হাল ধরেন।
গেইলের ১৪৭ বলে ২১৫ রান ও স্যামুয়েলসের ২০৯ বলে ১৩৩ রানে নিদ্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩৭২ রান।