বাড়িক্রিকেটগেইলের ব্যাটিং ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে

গেইলের ব্যাটিং ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে

Cricket WCup West Indies Zimbabwe
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ গেইলের ব্যাটিং ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে। সেই সাথে গেইলের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে দিনের একমাত্র খেলায় টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় ম্যাচটি।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে স্মিথকে হারায় উইন্ডিজ। পানিয়াঙ্গারার ‘রহস্যময়’ ডেলিভারিতে বোল্ড  হন তিনি। এরপর গেইল-স্যামুয়েলস দলের হাল ধরেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১৭রান। গেইল ১৩৯ বলে ২০৫ রানে ও স্যামুয়েলস ১৩৯ বলে ৯৩ রানে অপরাজিত আছে।
এদিকে আজকের ম্যাচটি উভয়ের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ উভয় দলই ইতোমধ্যে দু’টি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে পুল-বি তে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান দ্বিতীয়। আর জিম্বাবুয়ের অবস্থান চতুর্থ।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ৩০৪ রানের বড় একটি সংগ্রহ করলেও আয়ারল্যান্ডের কাছে হেরেছিল ৪ উইকেটে। সে হতাশা ঝেড়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। গত ২১ ফেব্রুয়ারি তারা পাকিস্তানকে ১৫০ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে। 

জিম্বাবুয়ে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬২ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে। গ্রুপ পর্বে এখনও চতুর্থ স্থানে অবস্থান করছে। এ কারণে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। প্রতিটি ম্যাচই গুরুত্বের সাথে খেলতে চায় তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img