বাড়িপ্রধান খবরগুলশান থানায় মান্না ও খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

গুলশান থানায় মান্না ও খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

manna-1425572179

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর গুলশান থানায় বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গুলশান থানার অপারেশন অফিসার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১০।

তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে (ধারা ১২১/এ এবং ১২৪/এ)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুমতি মেলার পর বৃহস্পতিবার রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মান্নাকে বনানীতে তার ভাইয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন।

সে সময় পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হলেও ২১ ঘণ্টা পর গুলশান থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব। র‌্যাব দাবি করে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ধানমণ্ডির স্টার কাবাবের পাশে থেকে তাকে আটক করেছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img