স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ নৌ পরিবহন মন্ত্রীর নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছে গুলশান থানা পুলিশ। এ মামলায় খালেদা জিয়া ছাড়াও এজাহারনামীয় আরো ১৩ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে মামলাটি দায়ের করে গুলশান থানা পুলিশ।
উল্লেখ্য, সোমবারই দুপুর সোয়া ১২টায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদের খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বোমা হামলা হয়। ওই ঘটনারই জেরে রাতে মামলা দায়ের করা হয় ।
এদিকে টানা অবরোধ কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে হুমুকের আসামি করে আরো কয়েকটি মামলা হয়েছে।