স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর ৪০ দিন অতিবাহিত হওয়া উপলক্ষ্যে গুলশান কার্যালয়ে কোরআন তেলাওয়াত করতে প্রবেশ করেছে ৬ হাফেজ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় কার্যালয়ে ফটকের সামনে অবস্থানরত ডিবি পুলিশের অনুমতি নিয়ে তারা কার্যালয়ে প্রবেশ করেন।
ডিবি পুলিশ জানায়, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম আনিস, আবদুর রহমান, শহিদুল ইসলাম, ইব্রাহিক খলিল ও মীর হোসেন নামের ৬ হাফেজ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন।
এদিকে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম বুধবার গুলশান কার্যালয়ে আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গতরাতে এ কথা জানান।
তিনি জানান, চেহেলাম উপলক্ষে আজ সকাল থেকেই গুলশান কার্যালয়ে কোরআনখানি হবে। বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল হবে। ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।