বাড়িপ্রধান খবরগুলশান কার্যালয় ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন শিরিন আক্তার

গুলশান কার্যালয় ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন শিরিন আক্তার

news_img (2)

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ খালেদা জিয়ার গুলশান কার্যালয় ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য শিরিন আক্তার।

সোমবার দুপুর পৌনে ১টায় রাজধানী গুলশান ২নাম্বারের ৮৬ নম্বার সড়কে শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে তিনি এই হুমকি দেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শিরিন আক্তার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনি আপনার কার্যালয় ছেড়ে চলে যান। অন্যথায় আপনার কার্যালয় আর কার্যালয় থাকবে না। এই কার্যালয় ভেঙ্গে দেয়া হবে। এসময় তিনি খালেদা জিয়াকে অবরোধ ও হরতালের নামে সহিংস রাজনীতি থেকে দূরে সরে আসারও আহ্বান জানান।

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনাম আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোরশেদ, মহাসচিব আব্দুল আহাদ মতিন প্রমুখ।

এর আগে গুলশানের সেন্ট্রাল পার্কে আয়োজিত সমাবেশে নৌ-মন্ত্রী শাজাহান খান ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে সরকার গ্রেপ্তার না করলে জনগণই তাকে গ্রেপ্তার করবে বলে হুঁশিয়ারি দেন।

এদিকে, হরতাল-অবরোধ প্রত্যাহার ও সহিংসতা বন্ধের দাবিতে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানে কার্যালয় ঘেরাও করেছেন আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীরা। আওয়ামী মহিলা লীগের কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী এ কার্যালয় ঘেরাও করতে যান।

এ সময় গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে তাদের থামিয়ে দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীরা ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে অবস্থান নেন। তারা সেখানে মিছিল-স্লোগান করছেন।

পুলিশের গুলশান জোনের সহকারি কমিশনার নুরুল আলম বলেন, নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img