বাড়িজাতীয়গুলশান কার্যালয়ের পাশে শিক্ষার্থীদের মানববন্ধন

গুলশান কার্যালয়ের পাশে শিক্ষার্থীদের মানববন্ধন

 

news_img

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের  ডাকা হরতাল-অবরোধ তুলে নিয়ে ক্লাস-পরীক্ষার নিরাপদ পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের পাশে মানববন্ধন করছে রাজধানীর বাড্ডা গার্লস হাইস্কুলের ছাত্রীরা ।

রবিবার সকাল ১০টা ২০ মিনিটে শুরু হওয়া এ মানববন্ধনে অংশ নিয়েছে প্রায় পাচঁ শতাধিক ছাত্রী।

বাড্ডা গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান জানান, হরতাল-অবরোধের কারণে ছাত্রীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে, তাই আমরা মানববন্ধনে করছি।

এসময় মানববন্ধন থেকে দ্রুত দেশের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবি জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img