মিলন মৃধা, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ গুলশান গোল চত্বরের উত্তর পাশে ৯৪ নম্বর রোডে এনআরবি ব্যাংকের সামনে ৩ টি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ৬ জন আহত হয়।
আজ বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১ টার দিকে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে একটি মিছিল বিএনপির কার্যালয় ঘেরাও এর উদ্দেশে বের হয়। মিছিলটি গুলশানা ২ এর গোল চত্বরের আসলে মিছিলে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে ৬ জন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আরও জানায় তারা।
গুলশান থানার পরিদর্শক আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে কাওকে আটক করতে পারেনি পুলিশ।