জোবায়ের মুকুল, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের বর্ধিত হরতালের প্রথম দিনে রাতে রাজধানীর গুলশান-১ এর টেলিফোন ভবনের সামনে ওয়ান লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটের দিকে এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটের দিকে ওয়ান লাইন পরিবহনের যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ককটেলটির বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাসটির জানালা ও পেছনের গ্লাসের ব্যাপক ক্ষতি হয়।
গুলশান থানার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।