
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানীর গুলশানে গুলশাল ১ নং(দ:)ডি,সি,সি পাকা মাকের্ট ব্যবসায়ী সমিতি ও গুলশান শপিং সেন্টার বনিক কল্যান সমিতির সকল ব্যবসায়ীরা মাকেটের সামনে জাতীয় পতাকা হাতে মানব-বন্ধন করেছে ।বরিবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তারা মাকেটের সামনে তারা মানব বন্ধন করে ।ব্যবসায়ীরা বলেন, আমাদের ব্যাবসার করুন সময় যাচ্ছে ,এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে।আমরা ব্যবসার সুষ্ঠ পরিবেশ চাই ।গুলশাল ১ নং(দ:)ডি,সি,সি পাকা মাকের্ট ব্যবসায়ী সমিতি ও গুলশান শপিং সেন্টার বনিক কল্যান সমিতি ব্যানারে লেখা ছিল ,দেশ বাচাও, অর্থনীতি বাচাও, জানমালের নিরাপত্তা চাই,ব্যবসার পরিবেশ চাই।সারাদেশেই এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুরসহ সব জায়গায়ই পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।