বাড়িব্রেকিং নিউজগুলশানে নৌমন্ত্রীর মিছিলে ককটেল বিস্ফোরণ:আহত ৫

গুলশানে নৌমন্ত্রীর মিছিলে ককটেল বিস্ফোরণ:আহত ৫

 

shajan khan

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃনৌ-মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ নেতাকর্মী আহত হয়েছে তবে তাৎক্ষাণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে গুলশান ২নম্বর গোলচত্বরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলশান ২নম্বর গোলচত্বরে অবস্থিত ল্যান্ডমার্ক মার্কেটের ছাদ খেকে এই ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ঘটনার পর থেকে গুলশানে পুলিশি পাহাড়া জোরদার করা হয়েছে।

এ সময় গুলশান এলাকায় ডিউটিতে থাকা এসআই মান্নাফ  বলেন, ‘মন্ত্রীর মিছিলটি যখন গুলশান-২ নম্বর অতিক্রম করছিল, তখন একটা শব্দ শুনেছি। তবে সেটা ককটেল কি না জানি না।’

এর আগে, ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব অবস্থান নেয় মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img