স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চলমান হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও কর্মসূচীর অংশ হিসেবে আজও গুলশানে অবস্থান নিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্যরা।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে গুলশান গোলচত্ত্বরে এসে সমবেত হন তারা। এসময় তারা হরতাল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে গতকাল নৌমন্ত্রীর কর্মসূচিতে ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছেন। গুলশান ২ এর গোলচত্ত্বরের আশেপাশের সব ভবনের ছাদে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ বাধা দিলে কর্মসূচি বন্ধ করা হবে কিনা জানতে চাইলে সংগঠনের সদস্যরা জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি পালন করবো আমরা।
প্রসঙ্গত, টানা হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে প্রতিদিনই বিভিন্ন সংগঠন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করছে।