বাড়িঅন্যান্যগুগলের অজানা ৫ টি কাজ

গুগলের অজানা ৫ টি কাজ

google

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি- 

ঢাকাঃ বিজ্ঞান আমাদের জীবন করছে আধুনিক ও সহজ। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।

বিজ্ঞানের এমনি এক আবিষ্কার গুগল। কোনকিছু সম্পর্কে জানতে বা কোনকিছু খোজ করতে আমাদের সবচেয়ে সহায়ক সাইট গুগল।

আজ জেনেনিন গুগলের পাঁচটি অজানা কাজ, যেগুলি হয়তো আপনি জানেন না

১৷ আপনি গুগলে একটি টাইমার ও তার সঙ্গে অ্যালার্ম সেট করতে পারেন। এজন্য গুগল সার্চে timer কথাটি লিখুন আর তার আগে মিনিট লিখে দিন। এতেই অন হয়ে যাবে টাইমারটি।

২৷ নাসা স্যাটেলাইট থেকে তোলা মহাশূন্যের ছবি গুগলেই পাওয়া যাবে। এজন্য Google.com/sky লিখে দিলেই আপনি দেখতে পাবেন ছবিগুলি।

৩৷ মানুষের সাম্প্রতিক চিন্তাভাবনা সম্পর্কে জানতে চান? গুগলের সাহায্যে জানতে পারেন দৈনন্দিন সর্বাধিক সার্চ করা শব্দগুলি।

৪৷ গুগল ম্যাপে যোগ করতে পারেন আপনার নিজের তোলা ছবিও৷ছবিটি আপলোড করলেই, ছবিটি কোথায় তোলা হয়েছে, তার তথ্যও গুগল দিয়ে দেবে।

৫৷ বড় কোcbf অজানা সংখ্যা নিয়ে সমস্যায় আছেন? গুগল দিতে পারে তার সমাধান। সংখ্যাটিকে পড়তে গুগলে তা দিয়ে “=english” লিখলেই আপনি ইংরেজিতে পড়তে পারবেন সংখ্যাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img