স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি,
গাজীপুর : বিএনপিন নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৩০ দিনের অবরোধের মধ্যেই দেশব্যাপী দ্বিতীয় দফার ৩৬ ঘণ্টার প্রথম দিনে গাজীপুর জেলা পুলিশ লাইনস এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের নলজানীতে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে দুইজন রাকিব হোসেন (১০) ও নুরুন্নবী (২৬)’র অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ বাকীরা হলেন- সবুজ (২০), সোহেল (৩৪), মুঞ্জুরুল ইসলাম (৩২), নাজমুল হোসেন (৩০)।
দগ্ধদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর পুলিশ লাইনসের নলজানী এলাকায় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোমিন মিয়া বাসে পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।