
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর ও বগুড়ায় দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে ওই দুই বাসে আগুন দেয়া হয়।
গাজীপুর জেলার তেলিপাড়ায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সকাল সোয়া ছয়টার দিকে বগুড়া জেলার ঠনঠনিয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাবলু পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৩৮২৮) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে কোন স্থানেয় ঘটনার সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি পুলিশ।