বাড়িব্রেকিং নিউজগাজীপুরে হরতালের সমর্থনে শিবিরের মিছিল, আটক ১৭

গাজীপুরে হরতালের সমর্থনে শিবিরের মিছিল, আটক ১৭

gazipur_sibir_760163158

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ গাজীপুর জেলায় নাশকতার অভিযোগে ১৭ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত ১২ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার সকাল ৬টার দিকে গাজীপুরে হরতাল সমর্থনে ঢাকা-ময়মনসিংহের তেলিপাড়া এলাকায় মিছিল করেছে শিবিরকর্মীরা।

গাজীপুর মহানগর শিবিরের সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে একটি মিছিল বের করে শিবিরকর্মীরা। মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর প্রচার সম্পাদক হাসান মেহরাব, জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেকুজ্জামান, ছাত্রনেতা আব্দুস সালাম, মুনাব্বিরসহ অন্যান্য নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img