বাড়িঅপরাধ ও দুর্নীতিগাজীপুরে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরকর্মী আটক

গাজীপুরে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরকর্মী আটক

gajipur_map_1_27775

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ গাজীপুর জেলার চান্দনা এলাকার বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত শিবিরকর্মী আব্দুল আলিমকে (৩২) আটক করেছে পুলিশ। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ তাকে আটক করে।

আব্দুল আলিম (৩২) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিরল পদে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল্লাহ আল বসির আহমেদের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হলে সংবাদ পেয়ে পুলিশ আহত অবস্থায় আলিমকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img