বাড়িব্রেকিং নিউজগাজীপুরে বাসে পেট্রোলবোমায় দগ্ধ দুই

গাজীপুরে বাসে পেট্রোলবোমায় দগ্ধ দুই

news_img (1)

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-গাজীপুর:

গাজীপুরে ঢাকা থেকে জয়দেবপুরগামী বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ।যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায়  দুই যাত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধ যাত্রীরা হলেন- বাবুল মিয়া (১৮) ও সাহিদা আক্তার (৩৫)।

শনিবার বিকাল ৫টার দিকে জেলার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জয়দেবপুরগামী বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাবুল মিয়া ও সাহিদা আক্তার গুরুতর দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাবুল মিয়াকে টঙ্গীর ৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পারভেজ জানান, বাবুল মিয়াকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করিম জানান, তিনি এ রকম সংবাদ শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img