সময় সংবাদ বিডি,গাজীপুর :
গাজীপুরের চন্দ্রা ও তালতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, আজ সকালে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া এপেক্স হোল্ডিংস কারখানার শ্রমিকবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে আহত হন ১১ শ্রমিক।
আহতদের উদ্ধার করে কালিয়াকৈর থানা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এনাম ক্লিনিকে মারা গেছেন।
অপরদিকে কালিয়াকৈর সখিপুর সড়কের তালতলীতে বালু বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের এক হেলপার মারা গেছেন।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।