বাড়িঅপরাধ ও দুর্নীতিগাজীপুরে দুই যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে দুই যাত্রীবাহী বাসে আগুন

bus
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেবা হাসপাতালের সামনে ও চান্দনা চৌরাস্তা যাত্রীবেশে বাসে উঠে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার বিকালের দিকে বাস দুটিতে আগুন দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেবা হাসপাতালের সামনে নবীনগনগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে উঠে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এছাড়া বিকাল ৩টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী সাতাইশ পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নেভানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img