বাড়িজাতীয়গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

gazipur_map_1_27775
নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এনামুল হক (৩২) ও শিল্পি (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে টঙ্গীর পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকার রেল লাইন থেকে এনামুল হক (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিহত এনামুল হক ঠাকুরগাঁওয়ের ফুর্তিবাড়ি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের কাছে শনিবার বিকালে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর মরকুন দক্ষিণপাড়া এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী তুরাগ ট্রেনে কাটা পড়ে শিল্পি (৩০) নামে এক নারীর মৃত্যু হয়।
এএসআই  জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার শিকার ওই নারীর বাম পা এবং ডান হাত কাটা পড়ে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর গ্রামে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img