বাড়িজাতীয়গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত এক

গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত এক

গাজীপুর

সময় সংবাদ বিডি,গাজীপুর:

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছেন আরও ৪ জন।নিহত ব্যক্তি হলেন- সেলিম খান (৩৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জের আ. মালেক খানের ছেলে। সেলিম গাজীপুরে থেকে গাড়ি চালাতেন বলে জানা যায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-শিমুলতলী রোডের ভুরুলিয়া এলাকায় শিমুলতলীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সেলিমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img