সময় সংবাদ বিডি,গাজীপুর:
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।নিহত ব্যক্তি হলেন- সেলিম খান (৩৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জের আ. মালেক খানের ছেলে। সেলিম গাজীপুরে থেকে গাড়ি চালাতেন বলে জানা যায়।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-শিমুলতলী রোডের ভুরুলিয়া এলাকায় শিমুলতলীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সেলিমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।