স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জয়দেবপুর রেলওয়ে জংশনে ঢাকাগামী ট্রেনের বগিতে ককটেল হামলা হয়েছে। প্রথমিক খবরে ট্রেনের দুইটি বগির কিছু সিট পুড়ে গেছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটেএ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান মাস্টার শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি ঢাকার কমলপুর স্টেশনে যাচ্ছে। এসময় ট্রেনে ককটেল হামলা চালান হয়।
এদিকে, ট্রেনের ভেতরে মমিন মিয়া (২৫) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে ট্রেনের যাত্রীরা।