স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে ৩৪৬ বোতল রেকটিফাইড স্পিরিটসহ দুই ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল ইসলাম রোববার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কান্তি জানান, দুপুরে গাইবান্ধা শহরের নিউ শরিফ ও নিউ লাইফ হোমিওপ্যাথি ওষুধদের দোকানে অভিযান চালানো হয়। এ সময় নিউ শরিফ থেকে ২১৬ বোতল ও নিউ লাইফ হোমিওপ্যাথি থেকে ১৩০ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।
পরে দোকানের মালিক শরিফ মিয়া ও ছামছুল ইসলামকে আটক করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।