বাড়িপ্রধান খবরগাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত ৪, দগ্ধ ৩০

গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত ৪, দগ্ধ ৩০

burn_bg1_216354586

সময় সংবাদ বিডি,গাইবান্ধা:

গাইবান্ধায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় চালক, হেলপার ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।দগ্ধ হয়েছেন কমপক্ষে ৩০ যাত্রী।

শুক্রবার  দিনগত রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হতাহত হওয়া সবাই বাসটির আরোহী। পুলিশ পাহারার মধ্যে একটি গাড়িবহর গাইবান্ধা থেকে ঢাকায় আসার পথে ওই বাসটিতে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর থেকে নাপু এন্টারপ্রাইজের একটি বাস ৪০ জনের অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।এতে পুরো বাসটিতে আগুন ধরে যায়। অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করে। তবে জানালা বা দরজা খোলার আগেই যাত্রীদের সবাই দগ্ধ হয়। এসময় চালক ও হেলপার এবং শিশুসহ চারজন পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা দগ্ধ হওয়া ব্যক্তিদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুড়ে যাওয়া ব্যক্তিদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আবু হানিফ চার যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি জানান,  গুরুতর দগ্ধ  অবস্থায় ১৩ জনকে রমেক হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন পেট্রোল হামলার বিষয়টি   নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img