রুবেল ইসলাম,সময় সংবাদ বিডি-
মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দি এলাকা থেকে তিন বছর বয়সী শিশু রুহানা সুলতানা রিমা অপহরণের ৩৫ ঘন্টা পর বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় সংবাদ বিডিকে বলেন, রুহানার আপণ ফুফু স্বামী পরিত্যক্তা ফরিদা বেগম(৪২) অপহরণের সাথে জড়িত রয়েছে তার পরামর্শ মতোই অপহরণকারী চক্রকে ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকা থেকে রুহানাকে উদ্ধার করা হয়।
এ সময় ফুফু ফরিদাসহ আমজাদ(৩০) ও খাদিজা আক্তার(৪০) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই তৈয়ুবুর রহমান জানান, চক্রের অপর সদস্যরা মুক্তিপণের ছয়লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আসামীদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। শিশু রুহানাকে তার মা লিজা আক্তারের জিম্বায় দেয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।