বাড়িআন্তর্জাতিকখ্রিস্টানদের হত্যার প্রতিশোধ নেবেন সিসি

খ্রিস্টানদের হত্যার প্রতিশোধ নেবেন সিসি

news_img

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি:-

মিশরীয় ২১ খ্রিস্টান হত্যার জন্য আইএসের বিরুদ্ধে সময়মত প্রতিশোধ নেবেন দেশটির রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল-সিসি। স্থানীয় সময় রবিবার মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে এ কথা বলেছেন সিসি। খবর রয়টার্সের।

আইএস প্রচারিত খ্রিস্টান হত্যার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সিসি এ ঘোষণা দেন। তিনি খ্রিস্টান জিম্মিদের হত্যাকাণ্ডকে বর্বরোচিত বলেন। তিনি মিশর সেনাবাহিনীর শীর্ষ অফিসারদের ডেকে এক জরুরি বৈঠক করেছেন। সিসি এ হত্যাকাণ্ডের ঘটনায় মিশরে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিশর আইএস বিরোধী অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছিল। কিন্তু মিশরের প্রতিবেশী লিবিয়ার পরিস্থিতি খারাপ হতে থাকলে, মিশরকে তার দেশের নিরাপত্তা নিয়ে এখন ভাবতে হচ্ছে।

মিশরের রাজনৈতিক পরিস্থিতি অবনতির কারণে বহু মিশরীয় কাজের সন্ধানে লিবিয়া প্রবেশ করেছে। এমনটা জানাচ্ছে সেখানকার স্থানীয়রা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img