সময় সংবাদ বিডি,খুলনা:
খুলনায় ৩২১ বোতল ফেন্সিডিলসহ রুহুল আমিন (৩৩) ও আল আমিন শেখ (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১১টা ২০ মিনিটে হরিণটানার হোগলাডাঙ্গায় পুলিশের চেক পোস্টে তাদের আটক করা হয়।
সোনাডাঙ্গা থানার সহকারী কমিশনার (এসি) শেখ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) আনুকূল দাসের সঙ্গীয় একটি দল এ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৬-৭৯৮৩) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে হরিণটানার হোগলাডাঙ্গায় পুলিশের চেক পোস্টে পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে রাখা মাছের ট্রলিতে অভিনব কায়দায় রাখা ৩২১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটক রুহুল আমিন কুমিল্লার দেবিদার থানার বাসিন্দা। তার বাবার নাম মানু মিয়া এবং আল আমিন সিরাজগঞ্জের ধানবান্দি এলাকার বাসিন্দা। তার বাবা আবু সাইদ শেখ।