সময় সংবাদ বিডি,খুলনা :
খুলনা আলীয়া মাদ্রাসার ছাত্রাবাস থেকে চারটি পেট্রোল বোমাসহ পাঁচ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে,খুলনা আলীয়া মাদ্রাসার ছাত্রাবাসে শিবির কর্মীরা পেট্রোলবোমা তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তারা ৭২ ঘণ্টা হরতালকে সফল করার জন্য নগরীতে ব্যাপক নাশকতার পরিকল্পনা করছিল।পরে তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।