স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ খুলনা মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ।আটকদের মধ্যে চার জন বিএনপি কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
শুক্রবার সকাল পর্যন্ত মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করে জানান, ২০ দলের ডাকা হরতাল ও অবরোধে নাশকতা এড়াতে পুলিশের নিয়মিত অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।