স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । আটকদের মধ্যে ১ জন বিএনপি, ১ জন শিবিরকর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।