স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ খুলনা নগরীর নয়াবাটি এলাকার একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ। তবে পুলিশ এ সময় কাউকে আটক করতে পারেনি ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ককটেল উদ্ধার করে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে চলমান হরতালে নাশকতা সৃষ্টিতে এগুলো ব্যবহার করার জন্য এখনে মজুত রাখা হয়।