স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার মহান মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রথমে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে যেকোন সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবেন।
তবে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।